যখন আপনি আমাদের ওয়েবসাইটটি ব্যবহার করেন তখন আমরা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করি যা আপনার দ্বারা বিভিন্ন সময়ে সরবরাহ করা হয়। যার প্রাথমিক লক্ষ্য আপনাকে একটি নিরাপদ,দক্ষ, এবং বিশেষায়িত অভিজ্ঞতা প্রদান করা এবং  এটি আমাদেরকে আপনার কাংখিত সেবা সমূহ সরবরাহ করতে সহায়তা করে যা আপনার সম্ভাব্য প্রয়োজনগুলো পূরণ করে এবং আমাদের  ওয়েবসাইটকে আপনার অভিজ্ঞতাকে নিরাপদ ও সহজতর করার জন্য  আমরা আপনার ব্যাক্তিগত তথ্য সগ্রহ ও সংরক্ষন করি।

নীচে আমরা যেভাবে  আপনার তথ্য সংগ্রহ এবং সঞ্চয় করি তার কিছু উপায় দেয়া আছে: 

  • আমাদের ওয়েবসাইটে আপনার বা কোন মাধ্যমে প্রদানকৃত যেসকল তথ্য আমরা সংগ্রহ ও সংরক্ষণ করি তা বিভিন্ন প্রয়জনে ব্যাবহার  করা হয় যেমন আপনার অনুরোধে সাড়া প্রদান, আপনার ভবিষ্যৎ কেনাকাটাকে কাস্টমাইজ করা,আমাদের পণ্য সম্ভারকে এবং আপনার সাথে আমাদের যোগাযোগকে উন্নত করা।
  • আপনি যখনি আমাদের সাথে যোগাযোগ করেন তখনি আমরা কিছু নির্দিষ্ট তথ্য সংগ্রহ করতে সক্ষম হই যেমন , উদাহরণস্বরূপ,অন্যান্য ওয়েবসাইটের মতো আমরা “কুকি” ব্যাবহার করি এবং যখন আপনার ওয়েব ব্রাউজার অনলাইনশপ.কম.বিডি এর ওয়েবসাইটে বা এর মাধ্যমে  বা অনলাইনশপ.কম.বিডি এর পক্ষে প্রদানকৃত অন্য কোন ওয়েবসাইটের বিজ্ঞাপনে প্রবেশ করে তখন আমরা কিছু নির্দিষ্ট তথ্য পেয়ে থাকি।   
  • ইমেইল সমূহকে আরো ব্যাবহারযোগ্য এবং আগ্রহময় করে তোলার জন্য; আমরা প্রায়শইঃ কিছু নিশ্চয়তামূলক  তথ্য পেয়ে থাকি, যখন আপনি আপনার এমন কোন কম্পিউটারে অনলাইনশপ.কম.বিডি থেকে পাঠানো  ইমেইল খোলেন  যেটা এই ধরনের সক্ষমতা সম্পন্ন।

  গ্রাহক সম্পর্কিত তথ্য আমাদের ব্যবসায়ের একটি গুরুত্বপুর্ন  অংশ এবং আমরা এটি অন্যান্যদের কাছে বিক্রয়ের মাধ্যমে ব্যাবসা করি না।

আমরা অ্যাকাউন্ট এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রকাশ করি তখন যখন আমরা বিশ্বাস করি  তথ্য প্রকাশটি আইন অনুযায়ী  যথাযথ ; অথবা আমাদের(ওয়েবসাইট) ব্যবহারের শর্তাবলী প্রযোজ্য হয় অথবা  অন্যান্য চুক্তির প্রয়োগ, অধিকার রক্ষা, অনলাইনশপ.কম.বিডি এর বা এর সম্পত্তি বা এর ব্যাবহারকারী বা অন্যান্যদের নিরাপত্তায় প্রযোজ্য হয়।